সূচিপাড়া উচ্চ বিদ্যালয়ের ইতিহাস।

সূচীপাড়া উচ্চ বিদ্যালয়টি ০১/০১/১৯৫৬ ইং সনে প্রতিষ্ঠা লাভ করে। ০১/০৪/১৯৫৬ থেকে বিদ্যালয়টি জুনিয়র হাই স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়। ০১/০১//১৯৫৯ ইং সনে ইহা ঢাকা বোর্ডে নবম শ্রেণী খোলার অনুমতি পায়। জুনিয়র হাই স্কুল হিসেবে প্রথম প্রধান শিক্ষক ছিলেন জনাব আবুল ফজল (০১/০১/১৯৫৬ – ৩১/১২/১৯৫৮) ফরিদগঞ্জ, চাঁদপুর। পরবর্তীতে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু হলে এর হাল ধরে জনাব মোঃ আবুল বাশার, প্রধান শিক্ষক ০১/০১/১৯৫৯ হইতে ৩১/০৭/১৯৬৯ পর্যন্ত। ০১/০১/১৯৬৬ ইং হইতে এডভান্স সাইন্স শাখা চালু করা হয়। বাসার স্যারের মৃত্যুর পর দায়িত্ব গ্রহন করেন জনাব মোঃ আলী আহমেদ ০১/০১/১৯৭০ হইতে ৩১/০৭/১৯৭৫ পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জনাব মোঃ আবু তাহের ০১/০৮/১৯৭৫ হইতে ০৭/০৬/১৯৮৮ পর্যন্ত দায়িত্ব পালন করেন। জনাব আবু তাহের বিএড আমার শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক ছিলেন। আমিও অত্র প্রতিষ্ঠানে ০১/০১/১৯৮১ ইং হইতে ৩১/০৩/১৯৮৬ পর্যন্ত ছাত্র ছিলাম। পরবর্তীতে ০৮/০৬/১৯৮৮ ইং হইতে জনাব শহীদ উল্যাহ পাটোয়ারী বিকম (বিএড) ৩০/১১/১৯৮৮ ইং পর্যন্ত ভারপ্রাপ্ত ও পরে ০১/১২/১৯৮৮ ইং হইতে ২৯/০২/১৯৯৬ ইং পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন । ১৯৯৫ ইং সনে এসএসসি কেন্দ্র প্রতিষ্ঠিত হয় । ০১/০৩/১৯৯৬ ইং হইতে জনাব শহীদ উল্যাহ বি.এসসি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে ৩০/১০/১৯৯৬ ইং পর্যন্ত দায়িত্ব পালন করেন । ৮নং প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ মকবুল হোসেন ভূঁইয়া ০২/১১/১৯৯৬ ইং হইতে ১৬/০৯/১৯৯৮ ইং পর্যন্ত দায়িত্ব পালন করেন। ৯নং প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত হিসেবে ১৭/০৯/১৯৯৮ হইতে ৩০/০৮/২০০০ ইং পর্যন্ত জনাব শহীদ উল্যাহ বি.এসসি দায়িত্ব পালন করেন । ১০ম প্রধান শিক্ষক হিসেবে জনাব মোঃ আনোয়ারুল হক পাটোয়ারী দায়িত্ব পালন করেন ০২/০৫/২০০০ হইতে ২৩/০৭/২০০৩ ইং পর্যন্ত । ১১তম প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)হিসেবে দায়িত্ব পালন করেন জনাব শহীদ উল্যাহ বি.এসসি বি.এড ২৪/০২/২০০৫ হইতে ১৫/০৭/২০১৫ পর্যন্ত দায়িত্ব পালন করেন। জনাব শহীদ উল্যাহ স্যার ২০০৩ সালের মার্চ মাসে পূর্ব প্রধান শিক্ষকের বোর্ডে শাখা সংক্রান্ত আবেদনের প্রেক্ষিতে ষষ্ঠ,সপ্তম শ্রেণীতে খ ও গ শাখা এবং অষ্টম শ্রেণীতে খ শাখা নামে ০৫ (পাঁচ)টি এবং নবম ও দশম শ্রেণিতে খ শাখা নামে ০২ (দুই)টি শাখা সহ মোট ০৭ (সাত)টি শাখা অনুমোদন কার্যকর করেন । একই সময়ে জনাব মোঃ খোরশেদ আলম সভাপতি সাহেবের সহযোগিতায় স্থায়ী দাতা সদস্য পদে ১০ জন মিলে (১০*২,০০,০০০/-) টাকা = ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা অর্থায়ন করে চারতলা ভীত বিশিষ্ট দুই তলা ভবন ০৬ কক্ষ বিশিষ্ট নির্মাণ করেন । পরবর্তীতে ব্যবসায় শিক্ষা, কম্পিউটার বিষয় চালু করণ করা হয়। পরবর্তীতে ১৬/০৭/২০১৫ ইং হইতে ০৩/০৫/২০১৬ ইং পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন জনাব মোঃ এটিএম সাইফুল ইসলাম বি.এসসি, বি.এড । তিনি হিন্দু ধর্ম প্রবর্তন সংক্রান্ত আবেদন করেন।পরবর্তীতে ১৪নং প্রধান শিক্ষক হিসেবে ০৪/০৫/২০১৬ ইং হইতে অদ্যাবধি কর্মরত আছেন জনাব মোঃ হাবিব উল্লাহ এম.এ, এম.এড। যোগদানের পর হইতে তৃতীয় ও চতুর্থ তলা উর্ধ্বমুখী সম্প্রসারণ ১০০০ এর অধিক শিক্ষার্থী ভর্তি সহ অষ্টম, নবম ও দশম শ্রেণিতে ‘গ’ শাখা খেলার কাজ সম্পন্ন করেন । বিদ্যালয়ের পুরাতন ভবনের বিক্রয় ও নতুন ভবন চার তলা ভীত বিশিষ্ট নির্মাণের কাজ হয় এবং খেলার মাঠের প্রশস্থতা ‍বৃদ্ধির লক্ষ্যে দিঘির পশ্চিম পাড়ে একটি রিটার্নিং ওয়াল নির্মাণ করা হয় ২০২০ ইং সালে । এছাড়া বাউন্ডারি ওয়াল সহ দীঘির ভিতর দক্ষিণ পাড়ে ১০০ ফুট রিটার্নিং ওয়াল পূর্ব পাড়ে দিঘির জানের গেইট করা হয়। প্রতিষ্ঠানে ২০২২ সালে চালু করা হয় শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং শেখ রাসেল স্কুল অফ ফিউচার। ২০২৩ ইং সনেট বিজ্ঞানাগার কে ঢেলে সাজানো হয় জনাব খোদেজা আক্তার খানম, সভাপতি উচ্চ বিদ্যালয় এর আর্থিক সহায়তায়।